কবি: এ.এস আব্দুস সামাদ
দশানী ২৪ — নামটি শুনলেই,
জেগে ওঠে সত্যের দীপ্তিময় সেই প্রহর।
নির্ভীক কলম, নিঃশব্দে কথা বলে,
জুলুম-অবিচারে গর্জে ওঠে কণ্ঠের জোয়ার।
গ্রামের মাটিতে, শহরের বুকে,
সংবাদ খোঁজে নির্ভর চোখে।
অন্ধকারে ছুঁড়ে আলো, সত্যের শিখা,
এ এক গণমানুষের সিংহবিকাশা।
মিথ্যের জালে ধরা পড়ে না সে,
দুর্নীতির মুখে রাখে প্রশ্নের কশাঘাত।
প্রতিটি শিরোনামে জেগে থাকে দেশ,
দশানী ২৪ — বিবেকের হুঙ্কার, মানুষের শেষ ভরসা।
সংবাদের মাঝে নেই কোন ভেজাল,
শব্দে শব্দে জ্বলে প্রতিবাদের জ্বলন্ত চিত্রপট।
কেউ থামাতে পারে না এর গতি,
সত্যের নাও চলে দুরন্ত গতিতে।
তুমি চলো দশানী, সত্যের বাহক হয়ে,
জনতার ভাষা, নির্ভয়ে বলো সময়ের কথা।
তোমার কলম হোক বজ্রের মত ধারালো,
এ জাতি জানে— তুমিই সাহসের প্রতিধ্বনি চিরকালো।
Leave a Reply