রাজ রোস্তম আলীঃ ঢাকা সাভার পৌরসভা এলাকায় মোঃ শাহীন (২৫) নামে এক পরিবহন রংমিস্ত্রিকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বর ব্যাংক কলোনি এলাকায় (সাবেক এমপি সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে) এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত শাহীন সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে।
তিনি রেডিও কলোনিতে ভাড়া বাসায় থেকে ইয়ামিন চত্বর এলাকার বরুন দাসের গাড়ির গ্যারেজে রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন। শাহিনকে হত্যার খবর শুনে স্ট্রোক করে হাসপাতালে গ্যারেজ মালিক বরুন দাস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তির সঙ্গে ব্যাংক কলোনির শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর গেলে সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। ততক্ষণে শাহীন মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত বলা যাবে। হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুনঃ পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচ শুভ উদ্বোধন
Leave a Reply