
শ্রী রামবাবু বর্মনঃ জয়পুরহাটের কালাই উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে একটি বাড়ন্ত ষাড় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে ২০২৫, শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। তিনি সুফলভোগীদের হাতে বাড়ন্ত ষাড় হস্তান্তর করেন এবং তাঁদেরকে সঠিকভাবে লালন-পালনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
আরও পড়ুনঃ ” ঢাকা সাভারে স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল করা স্বামী গ্রেফতার”
Leave a Reply