সংবাদ প্রতিনিধিঃ যশোরের শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলের সহযোগী সাগর আটক হয়েছে। খুলনার রুপসা থানা এলাকা হতে যশোরের তালিকাভুক্ত দীর্ঘদিনের পলাতক সন্ত্রাসী সাগর’কে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, হত্যা, ডাকাতি, বিষ্ফোরক, অস্ত্র, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ মোট ১৯টি মামলার আসামি যার ৯টি মামলায় ওয়ারেন্টভূক্ত, সেই সাগর যশোরের তালিকাভুক্ত দীর্ঘদিনের পলাতক একজন সন্ত্রাসী খুলনা জেলার রুপসা থানাধীন জাবুসা এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ১৬ মে বেলা ৩টার দিকে অভিযান চালিয়ে আসামি সাগর শেখ কে আটক করে। তার পিতা-ফায়েক শেখ। সে পরিচয় গোপন গোপন করে খুলনায় বসবাস করছিল। তার জন্মভূমি গোপালগঞ্জ সদরের কাজলিয়া বাজার এলাকায়।
তবে যশোর রেলগেট পশ্চিম পাড়া কলাবাগান পাড়ার সাগর বা ম্যানসেলের সাগর বললেই লোকে বেশি চেনে। তার আর একটি পরিচয় দুই বছর পূর্বে খুন হওয়া রমজানের সে আপন ভাই।
গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। থানা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।
Leave a Reply