মোঃ আব্দুস সামাদ : ঝিনাইদহ জেলার বর্ষসেরা আইনজীবী হিসেবে সম্মাননা অর্জন করেছেন সিনিয়র অ্যাডভোকেট আশরাফুল আলম। আইনি সহায়তার মাধ্যমে দীর্ঘদিন ধরে নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক ভূমিকা পালন করেছেন, তারই স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলবার, (৭ মে ২০২৫) বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার অফিসে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা ওলিউর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আবু তালিব।
সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক লুৎফুর রহমান, পৌর আমির হাফেজ মাওলানা আব্দুল করিম, পৌর সেক্রেটারি হাসানুজ্জামান, এবং উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অ্যাডভোকেট আশরাফুল আলমের মতো একজন সাহসী ও মানবিক আইনজীবী সমাজে ন্যায় প্রতিষ্ঠার অনন্য উদাহরণ।
তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও সাহসিকতা আমাদের অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠান শেষে অ্যাডভোকেট আশরাফুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই সম্মান আমার একার নয়, এটা এই জেলার মানুষদের প্রতি আমার দায়বদ্ধতার প্রতিফলন।” অনুষ্ঠানটি শেষ হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ !
Leave a Reply