মালিকুজ্জামান কাকাঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে পড়া না পারার অজুহাতে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে।
গুরুতর আহত অবস্থায় ছাত্রীটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (৩০ এপ্রিল)। আহত শিক্ষার্থীর মা আমেনা বেগম জানান, প্রতিদিনের মতো তার মেয়ে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক নাসির উদ্দিন পড়া না পারার কারণে মেয়েটিকে তলপেটে তিনটি লাথি মারেন।
এতে সে অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত স্কুলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি তলপেটে আঘাত পাওয়ায় গোপনাঙ্গে সামান্য ক্ষতি হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।
এ ঘটনায় বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম হাসপাতালে ছাত্রীটিকে দেখতে যান। তিনি সাংবাদিকদের জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন নিজেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং পত্রিকায় সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন।
আহত শিক্ষার্থীর বাবা মনির হোসেন, মা আমেনা বেগম প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা দ্রুত থানায় মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন।
আরও পড়ুনঃ কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ
Leave a Reply