পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ৮ টায় গোপন ব্যালট পেপারে মাধমে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭ টায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশন নির্বাচনি ফলাফল ঘোষনা করেন।
মোট ভোটার ১৩৮৭। নির্বাচনে ১৭ টি পদের মধ্যে, ৫টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সহ- সভাপতি ২ জন, সহ-সাধারন সম্পাদক ২ জন, ক্রিড়ায়,ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক প্রচার সম্পাদক,এবং কার্যনির্বাহী সদস্য ৫ জন সহ মোট ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক (হাতুরী মার্কা) প্রতীক নিয়ে ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম সভাপতি প্রার্থী ছায়েম উদ্দিন সরদার (গোলাপ ফুল মার্কা) ৪৪২ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ জালাল উদ্দিন (চাকা মার্কা) প্রতীক নিয়ে ৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম সাধারণ সম্পাদক প্রার্থী লাবু সরদার (আনারস মার্কা) ২৮৯ ভোট পেয়ে পরাজিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে আবদুস সালাম বিশু (দেওয়াল ঘড়ি মার্কা ) প্রতীক নিয়ে ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মশিউর রহমান বাবু (বাইসাইকেল মার্কা) প্রতীক ২৯১ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ প্রার্থী মোঃ আঃ আলিম (মাছ মার্কা) প্রতীক নিয়ে ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো: সাদেকুল আলী (বগা) (বালতি মার্কা) ৪৫৪ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন দেলদার (মিক্সার মেশিন মার্কা) নিয়ে ৫৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ সাজ্জাদুল ইসলাম মন্টু (আপেল মার্কা) ভোট পেয়েছেন ৩৫০।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন (অব) প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন।
প্রধান নির্বাচন কমিশন (ভারপ্রাপ্ত) এ কে এম মনজুর হোসেন সরকার পলাশ জানান,উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ১ হাজার ৩৮৬ জন ভোটারের মধ্যে ১ হাজার জন ভোটার প্রদান করেছ
আরও পড়ুন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশারকান্দি ইউনিয়ন শাখার শূরা অধিবেশন অনুষ্ঠিত।
Leave a Reply