কালাই প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে র্যাবের পৃথক অভিযানে মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত এবং এনআই এ্যাক্টে ০৬ মাসের সাজাপ্রাপ্ত ০২ জন আসামীকে গ্রেফতার করেন সিপিসি-১, র্যাব-৫।
মঙ্গলবার (০৮ এপ্রিল) রাত্রি আনুমানিক ৯:৩০ মিনিটের সময় এবং ৮:০০ টার সময় র্যাবের দুটি পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানিহাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাবেক লাভাঙ্গা এলাকার -মোঃ আতাউর রহমানের ছেলে শহিদুল ইসলাম আরিফ (৩২), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সোনামসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে এনআই এ্যাক্টে ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিয়াপুর, গ্রামের-মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ আক্কাশ আলী (৪০), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ গাজায় নির্মম গণহত্যা-মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
Leave a Reply