
ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁওঃ বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তারা।
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, রাতে তো নিরাপদ নয়ই, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার। শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না। এ সময় নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহবানও জানান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রুহিয়া থানা শাখার নেতৃবৃন্দ।রেলী ও বিক্ষোপ মিছিলে রুহিয়া উচ্চ বিদ্যালয়,রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয় রুহিয়া গিন্নি দেবী মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীগন বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।
আরও পড়ুনঃ নড়াইলে শ্রী শ্রী তারকচাঁদের ১১০তম তিরোধাম অনুষ্ঠিত
Leave a Reply