নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভারশোঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নবীন বরণ এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান-২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে নবীন বরণ এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ। এসময় অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিদ্দিক হোসেন,ভারশোঁ ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক আরজাদ আলী ফিটু, ভারশোঁ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
অপরদিকে এস,এম এরফান আলী মিয়া নামে একজন সহকারী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হয়। শেষে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার ক্বারী শিক্ষক জেহের আলী। এরপর মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী,কর্মচারী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে গৌরব সন্তান- অর্জনে এএসপি- হলেন মোঃ রুহুল আমিন লাবু
Leave a Reply