সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
আপডেট সময় :
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
১০১
বার পঠিত
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সোনারগাঁ উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জড়িত সন্দেহে দুই আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সদস্য গাজী আশরাফুল ইসলাম ওরফে আশরাফ (৪৩) এবং আওয়ামী লীগ কর্মী আসাদুজ্জামান বিপ্লব। আশরাফ শম্ভুপুরা ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের গাজী আক্কাস আলীর ছেলে, আর বিপ্লব কাচপুর ইউনিয়নের ললাটি গ্রামের বদরুজ্জামানের ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, গ্রেপ্তারের পর আজ শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একইসঙ্গে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। আরও পড়ুনঃ...
8
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সোনারগাঁ উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জড়িত সন্দেহে দুই আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সদস্য গাজী আশরাফুল ইসলাম ওরফে আশরাফ (৪৩) এবং আওয়ামী লীগ কর্মী আসাদুজ্জামান বিপ্লব। আশরাফ শম্ভুপুরা ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের গাজী আক্কাস আলীর ছেলে, আর বিপ্লব কাচপুর ইউনিয়নের ললাটি গ্রামের বদরুজ্জামানের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, গ্রেপ্তারের পর আজ শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একইসঙ্গে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply