মোঃ শাকিল আহামাদ রাজশাহীঃ রাজশাহী দুর্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১মিনিটে দুর্গাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকালে সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি, সায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে সকাল সাড়ে ৯.৩০ মিনিট জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়। এবং উপজেলা হলরুমে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্ববোধক সঙ্গীতানুষ্ঠানের ও নিত্য আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৎ সাহসী শাবরিনা শারমিন এর সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুরুল হুদা,
উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার নুরে শেফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল হক, সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, সমবায় অফিসার আজগর আলী, বীর-মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, আনসার ভিডিপি অফিসার সেলিনা, ফ্যায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার সাইদুর রহমানসহ সকল দপ্তরের কর্মচারী বৃন্দ ও এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,
রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জামায়াত মনোনীত সংসদীয় আসন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এর মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন,
দুর্গাপুর উপজেলা বিএনপি সদস্য ও সাবেক বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জার্জিস হোসেন সোহেল, রাজশাহী জেলা বিএনপি সদস্য সাবেক মেয়র সাইদুর মুন্টু। দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী শামীম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, অধ্যাপক জুবায়েদ হোসেন সদস্য সচিব উপজেলা বিএনপি , উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, বিএনপি, যুবদল,ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ও দুর্গাপুর ডিগ্রী কলেজ, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে নির্বাচনের বিকল্প নেই -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
Leave a Reply