তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকার উত্তরা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “হ্যান্ডস ইন নিড” এর উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। ২১ ডিসেম্বর দুপুর ১২টায় রাজিবপুর উপজেলার ডাক বাংলোয় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তরা শাখা থেকে আগত তাহেরুল হক, আওলাদ হোসেন, আতাউল ইসলাম, মোকতাদের রহমান এবং হাসিব নবী রানা। এছাড়াও স্থানীয় ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান রঞ্জু, মাহমুদুন্নবী আকিব এবং শহিদুর ইসলাম।
এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন রাজিবপুর পিআই অফিসের মাহিবুব আলম ও আমিনুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে শীতার্তদের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, কুড়িগ্রামের এই অঞ্চলটি শীতকালে তীব্র শীতের কবলে পড়ে। এমন পরিস্থিতিতে “হ্যান্ডস ইন নিড” এর মতো সংগঠনের উদ্যোগ স্থানীয়দের জন্য এক বিশেষ সহায়তা হিসেবে কাজ করছে। স্থানীয় জনগণ এ কার্যক্রমকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
আরও পড়ুন
Leave a Reply