মোঃ রুবেল আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে পিতাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টুইন্নাকান্দি গ্রামে। নিহত ব্যক্তির নাম মতি মিয়া (৬৫)।
ঘটনাসূত্রে জানা গেছে, কিছুদিন আগে মতি মিয়া ও তার ছেলে ফারুক মিয়া (২৭) মজুরিভিত্তিক শ্রম বিক্রির উদ্দেশ্যে বাশকান্দি ইউনিয়নের টুইন্নাকান্দি গ্রামে আসেন।
রবিবার (১০ নভেম্বর) গভীর রাতে মতি মিয়া ঘুমিয়ে পড়লে তার ছেলে ফারুক একটি দেশীয় অস্ত্র (কোদাল) দিয়ে পিতার মাথা ও শরীরের ওপরের অংশে একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মতি মিয়ার।
স্থানীয়রা জানান, গভীর রাতে ঘরের ভেতর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় মতি মিয়ার নিথর দেহ দেখতে পান। এ সময় পালানোর পরিবর্তে ঘটনাস্থলেই হত্যার দায় স্বীকার করেন ফারুক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে ক্ষোভ জমে ছিল তার। তিনি অভিযোগ করেন, দিনের পর দিন তার পিতা তাকে বিভিন্ন ঔষধ খাইয়ে ‘পাগল বানানোর’ চেষ্টা করতেন। এই মানসিক নিপীড়নের কারণেই তিনি ক্ষোভে পিতাকে হত্যা করেছেন বলে দাবি করেন।
ঘটনার পরপরই খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত ফারুক মিয়াকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাটি আমাদের আমলে এসেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অভিযুক্ত ফারুক কে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, শান্ত স্বভাবের ফারুকের এমন আচরণে পুরো এলাকায় নেমে এসেছে স্তব্ধতা ও আতঙ্ক। রাতারাতি এই পৈশাচিক হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে টুইন্নাকান্দি গ্রামে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.