মালিকুজ্জামান কাকা যশোর প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। চাঁদবাজি, দখলদারিত্ব, সালিশি বাণিজ্য, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটসহ নানা অপকর্মের ঘটনায় বারবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। এবার ব্যাংক ঋণের প্রায় সাড়ে ৪ কোটি টাকা আদায়ে নিজের বাসাবাড়ি ও জমি নিলামের ঘটনায় আলোচনায় এসেছেন তপন।
সোমবার নিলামের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংক এশিয়া পিএলসি যশোর শাখার প্রধান মৃত্যুঞ্জয় অধিকারী। এর আগে ১২ অক্টোবর স্থানীয় একটি গণমাধ্যমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগ্রহী ক্রেতাদের ২ নভেম্বর ব্যাংকটির ওই শাখায় নিলামের দরপ্রস্তাব জমা দিতে বলা হয়। এরই মধ্যে ঋণগ্রহীতার সম্পত্তি নিলাম কার্যক্রম শেষ পর্যায়ে বলে জানান ওই ব্যাংক কর্মকর্তা।
মনিরুজ্জামান তপনের বাড়ি বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরে পালবাড়ি এলাকায় নিজের মালিকানাধীন বাসায় বসবাস করেন।
জানা গেছে, ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স মনির ট্রেডার্সের মালিক মনিরুজ্জামান। এই সঙ্গে আইসিএল এমএমটি জেভি-এর পার্টনার। গৃহীত ঋণের বিপরীতে তফসিল বর্ণিত যশোর কোতয়ালী থানার চুড়ামনকাটি মৌজায় ৫ শতক জমিসহ তদস্থিত সকল ও বর্তমান নির্মাণাদী এবং পুরাতন কসবা মৌজায় ৫.৫০ শতক জমিসহ তদউপরিস্থিত তিনতলা বিল্ডিং এবং সকল ও বর্তমান নির্মাণাদী সম্পত্তি ব্যাংক এশিয়া যশোর শাখায় বন্ধক রেখেছেন। চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত লিগ্যাল খরচসহ ব্যাংকের সর্বমোট, পাওনা ৪,৪০,৩৮,২০৫/৮২ (চার কোটি চল্লিশ লাখ আটত্রিশ হাজার দুইশত পাঁচ টাকা পয়সা বিরাশি) টাকা এবং আদায় কালতক আসল, সুদ ও অন্যান্য খরচাদিসহ আদায়ের জন্য প্রদত্ত রেজিস্ট্রার্ড আমমোক্তারনামা বলে বর্ণিত তফসিল সম্পত্তি নিলামে তুলেছে ব্যাংক।
আরও পড়ুনঃ কালাইয়ে “তরুণের উৎসব” উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.