সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজিব বলেছেন, ষড়যন্ত্রকারীরা আবারও এক হয়েছে। তাদের অপচেষ্টা যেন আরও দ্বিগুণ হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী—সত্যের সামনে মিথ্যা কখনো দাঁড়াতে পারেনি, আর পারবেও না।
গতকাল রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।সজিব আরও লেখেন, যতই পরিকল্পনা করুন, যতই জাল বুনুন—সত্যের বিজয় অবশ্যম্ভাবী। সত্যের পথ কখনো ভেঙে পড়ে না, মিথ্যার দেয়ালই বরং ভেঙে চুরচুর হয়ে যায়।
তিনি মনোনয়নপ্রত্যাশী ব্যর্থ নেতাদের উদ্দেশে বলেন, “গোপন চালচলন নয়, মাঠে আসুন। জনগণের সামনে আসুন। যাদের সাহস আছে, মুখোমুখি দাঁড়ান। সত্য শক্তিশালী—আর সত্যের পাশে আছে জনগণ।”
স্থানীয় রাজনৈতিক মহলে তার এই বক্তব্যকে সোনারগাঁ বিএনপির মনোনয়ন পরবর্তী অভ্যন্তরীণ প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.