বরিশাল প্রতিনিধিঃ ঝালকাঠি নলছিটিতে ফেসবুকে মিথ্যা, মানহানিকর এবং অপপ্রচারমূলক পোস্ট দেওয়ার অভিযোগে নলছিটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক স্থানীয় ব্যবসায়ী। অভিযোগকারীর দাবি, এসব পোস্টের কারণে তার সামাজিক মর্যাদা ও পারিবারিক সুনাম ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জিডি সূত্রে জানা যায়, লনছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাসিন্দা রাজু হাওলাদার (২৪)-কে অভিযুক্ত করে এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ২৮ অক্টোবর, ২০২৫ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে রাজু ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও অপপ্রচারমূলক পোস্ট দেন অভিযুক্ত।
অভিযোগকারী ব্যবসায়ী তার জিডিতে উল্লেখ করেছেন যে, তিনি এসব পোস্ট দেখে মানসিকভাবে ভীষণভাবে কষ্ট পেয়েছেন এবং তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায্য প্রতিকার পাওয়ার লক্ষ্যে তিনি থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ সালাম জানান, অভিযোগটি গুরুতর। তিনি বলেন, "আমরা জিডিটি গ্রহণ করেছি। শিগ্রই তদন্ত শুরু করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুনঃ সত্যের সামনে মিথ্যা কখনো দাঁড়াতে পারেনি, আর পারবেও না।” সজীব”
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.