নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ
সবাই মিলে গড়বো দেশ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ'এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায়-শিশু একাডেমী মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবার-আজিজী
দিনাজপুর দুদক কার্যালয় জানায়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধে এ গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেবা বঞ্চিত অভিযোগকারীগণ তাদের অভিযোগ উপস্থাপন করেন।
শুনানি শেষে উপস্থাপিত অভিযোগের প্রেক্ষিতে দুদকের কর্মকর্তাগণ সমাধান দেন।

আরও পড়ুনঃ দিনাজপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.