
নিজস্ব প্রতিবেদক মোহঃ ফজলুর রহমানঃ প্রেস বিজ্ঞপ্তি*
দিনাজপুরে রাতভর ডিবি পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। মাদক উদ্ধার-১ ১০ নভেম্বর-২০২৫ রাত আনুমানিক সোয়া ৩ টায়- দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর এলাকায় মোঃ শফিকুল ইসলামের বসতবাড়ির পেছনে পুকুর সংলগ্ন হাঁসের খামারে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয় এবং তাদের দখল হতে হাঁসের খামারের মাচার উপর থেকে মোট ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কাহারোল উপজেলার রামপুর এলাকায় আরও একজন সহযোগীকে গ্রেফতার করা হয়।
অভিযানে মোট তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়। তারা হলেন-মোঃ শহিদুল ইসলাম (৩৮), পিতা-মৃত আলিম উদ্দীন,মহব্বতপুর, ইশানিয়া ইউনিয়ন, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।
মোঃ শফিকুল ইসলাম (৩২), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-মহব্বতপুর, ইশানিয়া ইউনিয়ন, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।
ও মোঃ আমিনুল ইসলাম (৩০), পিতা-মোঃ সানোয়ার হোসেন, রামপুর,সুকদেবপুর ইউনিয়ন, থানা-কাহারোল, জেলা-দিনাজপুর।
মাদক উদ্ধার, আটক-২ জেলা গোয়েন্দা শাখা (ডিবি),অপর এক অভিযানে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ নভেম্বর ২০২৫ বিকালে কোতয়ালী থানাধীন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে আসামী মোঃ আনিছুর রহমানকে (৪৫) ৩০০ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ এরফান আলীকে (৩৫) তার নিজ বাড়ী হতে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও চিরিরবন্দর থানায় ৫০০ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোট উদ্ধারকৃত মাদকদ্রব্য ৩২ (বত্রিশ) কেজি গাঁজা, ৮০০ পিস ইয়াবা ও ৫০০ পিস ইয়াবা। মাদক সমাজ ও জাতির শত্রু। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা শূন্য সহনশীলতার নীতিতে অবিচল এবং এ ধরনের অভিযান চলমান থাকবে বরে জানিয়েছে জেলা পুলিশ।
আরও পড়ুনঃ আমতলীতে অসহায়দের মাঝে খাবার বিতরণে আলোচনায় স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন
Leave a Reply