মালিকুজ্জামান কাকাঃ যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় দিয়ে শুভ সূচনা করেছে সদর উপজেলা।
রোববার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় বিদেশী খেলোয়াড় সামিউল বুয়েটিনের হ্যাটট্রিকে শার্শা উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করে। বিজীত দলের পক্ষে সজিব একমাত্র গোলটি করেন।
দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে খেলা শুরু হয়। প্রথমার্ধের খেলার ২৫ মিনিট পর্যন্ত উভয় দলই খেলেছে আক্রমনাত্বক। এই সময়ের মধ্যে উভয় দল গোলের সহজ সুযোগ হাত ছাড়া করে। খেলার ২৭ মিনিটে বিদেশেী খেলোয়াড় সামিউল বুয়েটিনের গোলে ১-০ গোলের লিড নিয়ে এগিয়ে যায় সদর উপজেলা।
প্রতিপক্ষ শার্শা উপজেলা ১-০ গোলে পিছিয়ে থেকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। ৪২ মিনিটে সামিউল বুয়েটিন দ্বিতীয় গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন। প্রথমার্ধের খেলায় ২-০ গোলের লিড নিয়ে অগ্রগামী থাকা সদর উপজেলা দ্বিতীয়ার্ধে আরও আক্রমনাত্বক খেলতে থাকে।
খেলার ৪৮ মিনিটে সামিউল বুয়েটিন আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে। পাশাপাশি দলকে ৩-০ গোলের লিড এনে দেন। প্রতিপক্ষ র্শার্শা ৩-০ গোলে পিছিয়ে থেকে খেলার ছন্দ হারিয়ে ফেলে। খেলার ৫৬ মিনিটে সজীব দলের পক্ষে শান্তনা সূচক একটি গোল করেন। খেলার বাদ বাকি সময় আর গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সদর উপজেলা।
ম্যাচ শুরুর আগে আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, দৈনিক লোকসমাজের প্রকাশক ও টুর্নামেন্টের উপদেষ্টা কমিটির সদস্য শান্তনু ইসলাম সুমিত, টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। এদিকে খেলা চলাকালে মাঠে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ষড়যন্ত্র আর চক্রান্ত করে দেশের ক্রীড়াঙ্গনকে সুপরিকল্পিত ভাবে ধ্বংস করে দেশের যুবসমাজকে বিপদগামী করা হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এরপর থেকেই দেশের যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই টুর্নামেন্ট তারই অংশ। দেশের জনপ্রিয় খেলা ফুটবলকে মাঠে ফেরানোর আজকের এই উদ্যোগ। দেশের তরুন সমাজকে খেলার মাঠে ফেরানোর জন্য যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট তারই একটি উদাহরণ। খেলাধুলা মানুষকে শৃঙ্খলা শেখাতে সহায়তা করে। খেলা ধুলা মানুষকে আদর্শবান হতে সহায়তা করে।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে শান্তির প্রতীক পায়রা, বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময় মনোমুগদ্ধকর ডিসপ্লে পরিবেশিত হয়।
জেলা প্রশাসন যশোরের আয়োজনে জেলার আটটি উপজেলা নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রশাসনের আয়োজনে এবারের টুর্নামেন্টে ৮টি উপজেলা দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সদর উপজেলা দল ও শার্শা উপজেলা দল।
আগের দিন শনিবার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়া, সংস্কৃতির বিকাশ ও ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। তিনি জানান, টুর্নামেন্টে ৮টি উপজেলা দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে।
টুর্নামেন্টের সব ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। গ্রুপ পর্বের মোট চারটি ম্যাচ যথাক্রমে- ৯, ১১, ১৩ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে অংশ নেবে। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬ ও ১৮ নভেম্বর। ২০ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সদস্য সচিব মাহতাব নাসির পলাশ জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল গোল্ডকাপ ট্রফির পাশাপাশি প্রাইজমানি হিসেবে দুই লাখ টাকা পাবে। রানার্সআপার্সআপ দল পাবে দেড় লাখ টাকা।
এছাড়া প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ হাজার টাকার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে পাবেন ২০ হাজার টাকা।
অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার আরও জানান, টুর্নামেন্টে দর্শক উপস্থিতি বাড়াতে মাইকিংয়ের পাশাপাশি বিভিন্নভাবে প্রচার প্রচারণা চলছে। দর্শকদের জন্য টিকিটের রাফেল ড্র ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুনঃ যুবদল নেতা সাইদুলের প্রত্যাশা-এবার মূল্যায়ন হোক ত্যাগের
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.