নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর স্কুল মোড় সকাল বাজারে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে এক কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা‑উল‑হুসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে বগারচর স্কুল মোড় সকাল বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ ইউরিয়া ও ডিএপি সার অবৈধভাবে সংরক্ষণের প্রমাণ মেলে। সংশ্লিষ্ট ব্যবসায়ী যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫,০০০ টাকা জরিমানা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের জন্য সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অবৈধভাবে সার মজুদ করা সার গুলো সরকার কর্তৃক নির্ধারিত দামে বিক্রি করার নির্দেশ দেন।
বগারচর ইউনিয়নের কৃষি উপসহকারী আরাফাত হোসেনের উপস্থিতিতে মজুদ করা সার গুলো প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হয় ।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, রাসায়নিক সারের কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না করে, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.