দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনের তিন দিনব্যাপী “নির্বাচনি দায়িত্বে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি” প্রশিক্ষণ কর্মশালার ১০ম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। জেলা পুলিশের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সদস্যদের জন্য এই কর্মশালার মূল লক্ষ্য হলো দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি এবং নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখা।
জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্রের মেরুদণ্ড। পুলিশ সদস্যদের দায়িত্ব হলো নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা বজায় রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ রক্ষা করা। আমাদের প্রত্যেক পদক্ষেপ স্বচ্ছ ও দায়িত্বশীল হতে হবে।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ, জরুরি পরিস্থিতি মোকাবেলার কৌশল ও নির্বাচনী প্রক্রিয়ার সঠিক বোঝাপড়া বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এছাড়া সিমুলেশন ও প্র্যাকটিক্যাল অনুশীলনের মাধ্যমে বাস্তব পরিস্থিতিতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করা হবে।
জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত সদস্যরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও দক্ষ ও প্রস্তুত করা হবে, যাতে প্রতিটি ভোট কেন্দ্র সুষ্ঠু ও নিরাপদ থাকে।
প্রশিক্ষণ কর্মশালার আয়োজন পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বৃদ্ধি এবং নির্বাচনী দায়িত্ব পালনে সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও খবর:মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বরখাস্তাদেশ স্থগিত- বহাল রাশেদা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.