
মোঃ আবু ইউসুফ উদয়,কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের জয়নগর গ্রামে জয়নগর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক অনাড়ম্বর পরিবেশে হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এলাকার প্রবাসীদের অনুদানে গঠিত জয়নগর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ও মুফতি মিজানুর রহমান নোমানীর সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ শহীদুল্লাহ পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজা আল্লাহর মেহমান। আর তাদেরকে যারা সংবর্ধনা দিয়েছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভালো কাজ করেছে। আমরা ভবিষ্যতে এরকম হাফেজদেরকে আরো সংবর্ধনা দেব যাতে করে তারা কোরআন শিক্ষার মতো একটি দামি কাজে আরো বেশি সংযুক্ত হয়। যারা এ অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক মুফতি মিজানুর রহমান নোমানীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারী বেলাল হোসেন, মুফতি ওসমান গনি, মুফতি শরিফুল ইসলাম সহ এলাকার আলেম-ওলামা, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জয়নগর হাফিজিয়া ও কওমি মাদ্রাসা থেকে এ পর্যন্ত যারা পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন, তাদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো এলাকার তরুণদের দ্বীনি শিক্ষায় উৎসাহিত করা এবং অভিভাবকদের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা।তারা আরও বলেন হাফেজরা জাতির নৈতিকতার আলোকবর্তিকা। তারা সমাজে সত্য ও ন্যায়ের পথে নেতৃত্ব দিতে পারে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুনঃ ভোটের আগেই সেবার নজির: রাস্তাঘাট সংস্কারে এগিয়ে জামায়াতে ইসলামী
Leave a Reply