দিনাজপুর জেলার খানসামা উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (হাজারি ডাঙ্গা) মাঠে অনুষ্ঠিত হলো “শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট নাইট টুর্নামেন্ট ২০২৫”-এর বর্ণাঢ্য ফাইনাল খেলা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাটিং করার মাধ্যমে ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া।
উদ্বোধনী ব্যাটিংয়ের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহ ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান। তিনি বলেন,খেলাধুলা শুধু বিনোদন নয়—এটি তরুণ সমাজকে মাদক, হতাশা ও অপরাধ থেকে দূরে রাখে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের যুব সমাজকে দেশপ্রেম, শৃঙ্খলা ও ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে।
ফাইনাল খেলায় এলাকার শত শত দর্শক উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সাজানো হয়েছিল আলোকসজ্জা ও উৎসবের রঙে ভরপুর এক আনন্দঘন পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও তরুণরা একত্রিত হয়ে খেলাটি উপভোগ করেন।
উল্লেখ্য, “শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট নাইট টুর্নামেন্ট” দীর্ঘদিন ধরে স্থানীয় তরুণদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে। এই টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়া অঙ্গনে ঐক্য, বন্ধুত্ব ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে বিবেচিত।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.