শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে (৭ নভেম্বর) শুক্রবার বিকেলে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করে কামাল জামান মোল্লা সমর্থকরা।
দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।
সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ঘটে। সন্ধা ৭ টা পর্যন্ত সমাবেশ চলে। সমাবেশে বিএনপি নেতা কামাল জামান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ন আহব্বায়ক শাহজাহান সাজু মোল্লা, সদস্য মাহবুব রহমান, শহিদুল ইসলাম, পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ আজমল হোসেন খান সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, আমার নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন যারা বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে জেল খেটেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকেই মনোনয়ন দেয়া হবে। তিনি তার কথা রেখেই আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু কুচক্রি মহলের ষরযন্ত্রের শিকার হয়ে আমার মনোনয়ন স্থগিত করা হয়েছে।
কোন ষরযন্ত্রই আমাকে রুখতে পারবে না। আমার বিশ্বাস আমার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করে দল আমাকে পুনরায় মনোনয়ন দিবে।
আপনারা প্রস্তুত থাকুন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিতে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.