মালিকুজ্জামান কাকা যশোর প্রতিনিধিঃ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ যশোর শামস উল হুদা স্টেডিয়ামে ৯ নভেম্বর উদ্বোধন। আটটি উপজেলা দল নিয়ে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট টি b২০ নভেম্বর শেষ হবে। শনিবার যশোর জেলা প্রশাসনের মিত্রাক্ষর এই তথ্য দিলেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।' স্লোগানে ভাশ্বর যশোর।
দীর্ঘ দিন পর শামস উল হুদা স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন। আবেগ আর আনন্দ তাই জেলা জুড়ে। জেলা প্রশাসক পুরানো কিছু কথা স্মরণ করলেন। সংবাদ সম্মেলনে তিনি আশার কথা জানান দিলেন, ফুটবলের পর ক্রিকেট, হকি, বাস্কেটবল, হ্যান্ডবল আসছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার রেজোয়ান সরদার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, টুর্নামেন্ট আয়োজক পরিচালনা কমিটির সদস্য সচিব মাহাতাব নাসির পলাশ।
জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম জানালেন, চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে দুই লাখ টাকা। রানার্স আপ পাচ্ছে দেড় লাখ টাকা। সমাপনী দিনে খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ফিরোজ শাহ থাকবেন। তবে সরকারের সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি প্রধান অতিথি হতে পারেন, সেই প্রচেষ্টা চলছে।
আয়োজক কমিটি জানালেন, প্রতি দলে তিন জন খেলোয়াড় বহিরাগত হিসাবে খেলতে পারবে। তবে একবার এক দলে খেলে সেই খেলোয়াড় আর অন্য দলে খেলতে পারবে না। টিকিট মূল্য মাত্র ২০ টাকা। এখন স্টেডিয়াম ও মাঠে সংস্কার কাজ চলছে। যশোরে শুরু হয়েছে দারুণ একটি ফুটবল টুর্নামেন্ট উপহার প্রচেষ্টা। সামনে আরো আসছে। এজন্য অপেক্ষা করতে হবে।
আশার আলো যশোরের ক্রিড়াঙ্গনে দেখা যাচ্ছে। এজন্য জেলা প্রশাসন ও জেলা প্রশাসক ধন্যবাদ পেতেই পারেন। কিন্ত স্টেডিয়াম উপচে পড়া সেই সুখের আবেগী দিন গুলো কি আর যশোরে ফিরবে! আশাহত লোকসমাজ ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। এ যেন নানা নাতির আক্ষেপ বঙ্গে স্বগতোক্তি আর দীর্ঘশ্বাস: 'সেদিন কি আর আছে রে নাতি, কথায় কথায় ছাতু খেতি।' তবু আশার কথা সাধুর 'শুরু তো হোল।'
আরও পড়ুনঃ কুয়াকাটার লতাচাপলীতে লবণাক্ত পানি পরিশোধন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.