
মোঃ মাসুদ রানা, খানসামা
দিনাজপুরের খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি খানসামা উপজেলা পাকেরহাট বাজার এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাকেরহাট ডিগ্রি কলেজ মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম বিএসসি, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য, শরিফুল ইসলাম প্রধান, ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, ১নং আলকঝারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান বাচ্চু সহ, বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে আখতারুজ্জামান মিয়া বলেন,৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি কেবল একটি সেনা অভ্যুত্থান নয়, বরং জনগণ ও সৈনিকদের ঐক্য ও সংহতির প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিনের মধ্য দিয়েই জাতীয় ঐক্যের ভিত্তি স্থাপন করেন।”
তিনি আরও বলেন,এই সংকটময় সময়ে ৭ই নভেম্বরের চেতনা ধারণ করে আমাদের নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে আছি এবং থাকব।
১৯৭৫ সালের ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এ দিন সেনা ও জনতা মিলে দেশকে নতুন রাজনৈতিক ধারায় ফেরায়, যা জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিএনপি এ দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
খানসামা উপজেলায়ও প্রতি বছর দিবসটি উপলক্ষে বিএনপি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে। এবছরও সেই ধারাবাহিকতায় পাকেরহাট বাজার থেকে শুরু হয়ে ডিগ্রি কলেজ মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানসহ দেশের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
Leave a Reply