মোঃ রিয়াজুল ইসলাম: পটুয়াখালীর কুয়াকাটা লতাচাপলী ইউনিয়নে লবণাক্ত লাল পানি পরিশোধন করে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা অক্সফামের সহায়তায় এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে এনএসএস (ন্যাশনাল সার্ভিস সোসাইটি)।
প্রকল্পের আওতায় লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নয়টি আরও (রিভার্স অসমোসিস) সিস্টেম স্থাপন করা হয়েছে। এসব সিস্টেমের মাধ্যমে স্থানীয় মানুষ এখন লবণাক্ততা ও আয়রনযুক্ত পানির পরিবর্তে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে লবণাক্ত পানির কারণে সুপেয় পানির তীব্র সংকট ছিল। নতুন এই উদ্যোগে তা অনেকটাই দূর হয়েছে।
এনএসএস কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সফামের সহযোগিতায় স্থাপিত এই আরও সিস্টেমগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদে টেকসইভাবে পরিচালিত হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.