
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কাহারোল উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ৭ নভেম্বর ২০২৫ ইং শুক্রবার সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বিকেল ৩ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে এক বণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী টি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালীর নেতৃত্ব দেন, দিনাজপুর -০১ আসনে দলীয় মনোনীত এম পি প্রার্থী বীর গন্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মন্জু, কাহারোল উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম।
র্যালীতে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, যুবদল, ছাত্র দল সহ অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী গন অংশগ্রহণ করেন।
এই দিনে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতা এক সাথে রাজপথে নেমে একদলীয় স্বৈরশাসন ও বিদেশি আধিপত্যের হাত থেকে দেশকে রক্ষা করেন।
সে দিনের বিপ্লবের মধ্য দিয়েই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত হন এবং বহুদলীয় গনতন্ত্র ও মানুষের বাক-স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন সরিষাবাড়ীতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত
Leave a Reply