
এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের নির্জন মাঠে মিলল এক অজ্ঞাত নারীর নিথর দেহ।
শনিবার (৮ নভেম্বর) সকালবেলায় পুকুরিয়া–মোল্যাকুয়া সড়কের বড় খাল মাঠের পাশে রাস্তার ধারে পড়ে থাকা লাশটি প্রথমে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেননি।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিকভাবে অসুস্থ হতে পারেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।”
এদিকে অজ্ঞাত ওই নারীর মৃত্যু নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা–কল্পনা। স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন ধরেই আশপাশের এলাকায় একজন অপরিচিত নারীকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তবে তার নাম–পরিচয় কেউই জানেন না।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
আরও পড়ুন: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ যশোরে ৯ নভেম্বর শুরু
Leave a Reply