
মোঃ আতিক উল্লাহ চৌধুরী: রাউজানের ফতেহনগর আইনুল ইসলাম মাদরাসার ৭০তম বার্ষিক মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া আরাবিয়া আরবনগর আনোয়ারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা সভাপতি, জমিয়তুল উলামা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড চট্টগ্রামের মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (চট্টগ্রাম–রাউজান-৬) বিশিষ্ট আলেম কেএম আলমগীর মাসউদ আরবনগরী।
তিনি বলেন,ইসলামী নেতৃত্ব ছাড়া এদেশের ভবিষ্যৎ অন্ধকার। ইসলামী একক গড়ে না তুলতে পারলে জাতি ভয়াবহ সংকটে পড়বে।তিনি আরও বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলেম সমাজ নির্বাচিত হলে দেশ ইসলামী আদর্শে পরিচালিত হবে, অন্যায় ও অবিচারের অবসান ঘটবে।বক্তব্যে তিনি বিগত ১৭ বছরের জুলুম-নির্যাতনের স্মৃতি তুলে ধরে বলেন, আমরা আজও ভারতের দাসত্ব থেকে পুরোপুরি মুক্ত হতে পারিনি। স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে হলে ইসলামী ঐক্য ও আত্মনির্ভরশীলতা অর্জন অপরিহার্য।
বিষয়গুলো ব্যাখ্যা করতে গিয়ে তিনি নবীজি হযরত মুহাম্মদ (সা.)-এর ২৩ বছরের নবুয়তী জীবনের দাওয়াত, সংগ্রাম ও ত্যাগের দৃষ্টান্ত তুলে ধরেন এবং বলেন,নবীজির জীবনই আমাদের জন্য পূর্ণ দিকনির্দেশনা—রাষ্ট্র ও সমাজ গঠনের আদর্শ মডেল।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে এবং আগামী নির্বাচনে ইসলামী প্রার্থীদের সমর্থন দিতে।
তিনি জানান, তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ‘রিকশা প্রতীক’ নিয়ে চট্টগ্রাম–রাউজান–৬ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মাহফিলে এলাকার আলেম সমাজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply