
সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি
আগামী নির্বাচন সুস্থ ও গ্রহণযোগ্য করতে হলে শিক্ষকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
প্রিসাইডিং অফিসার হয়ে শিক্ষকরা ভোটকেন্দ্রে অভিভাবকের দায়িত্ব পালন করে জাতির কাছে একটা অবাধ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য ভোটের মাধ্যমে সংসদীয় সরকার গঠনে বড় ভূমিকা রাখার আহবান জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।
তিনি আজ বিকেলে নোয়াখালীর চৌমুহনীতে আর্দশ শিক্ষক ফেডারেশন চৌমুহনী শহর শাখা আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন,
মোরশেদ জালম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি অধ্যাপক শেখ সাহাব উদ্দিন।
উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা উপদেষ্টা, চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি নাসিমুল গনি চৌধুরী মহল।
চৌমুহনী শহর শাখার প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চৌমুহনী শহর শাখার সেক্রেটারি জাহাঙ্গীর আলম (বিএসসি) এর সঞ্চালনায় এই সময় শাখার বিভিন্ন উপশাখার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Leave a Reply