খানসামা উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক পররাষ্ট্র মন্ত্রী, অর্থমন্ত্রী ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে সকাল ৭টা ৩০ মিনিটে নামাজে জানাজা শেষে তাঁকে তাঁর শ্বশুর মরহুম বিচারপতি আব্দুল খালেক সাহেবের কবরের পাশে দাফন করা হয়।
পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু-বান্ধব ও পরিচিতজনরা উপস্থিত থেকে জানাজা ও দাফন সম্পন্ন করেন। জানাজা শেষে উপস্থিত সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
আবুল হাসান মাহমুদ আলী দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্বে যুক্ত ছিলেন। তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন এবং দেশের বিভিন্ন সময়ে পররাষ্ট্র, অর্থ ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি কূটনৈতিক দায়িত্বেও যুক্ত ছিলেন এবং দেশের বাইরে বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন।
দিনাজপুরের খানসামা উপজেলার সন্তান এই প্রাক্তন সরকারি কর্মকর্তা ও রাজনীতিকের মৃত্যুতে
পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করে সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।
আরও পড়ুনঃ জামালপুরে ইয়াবার বড় সিন্ডিকেটে মুসলিমাবাদের জনি,মোস্তফা আর সেই ফারুক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.