
নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ তিনি
ঢাকার-বার্ডেন হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায়-ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাহমুদ আলী-১৯৪৩ সালের ২জুন তৎকালীন ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশের দিনাজপুরের খানসামার টংগুয়া ডাক্তারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯-বছর।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন। পরবর্তীতে-১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিস-পিএফএস-এ যোগ দেন। দেশে বিভিন্ন সরকারি দপ্তরে কাজের পাশাপাশি বিদেশের বিভিন্ন মিশনে যেমন নিউ ইয়র্ক,নয়াদিল্লি, বেইজিংয়ে দায়িত্ব পালন করেন তিনি।
ডিসেম্বর-২০০৮ সালের সাধারণ নির্বাচনে আলী দিনাজপুর-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন পরে ২০১২-২০১৩ তে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ২০১৩-১৪ তে পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪ এর ৭ই জানুয়ারি-আগষ্ট এ অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
দিনাজপুর-৪ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী,ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়-মৃত্যুবরণ করেছেন।
তাঁর এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পরিবারের প্রতি।
আরও পড়ুনঃ ময়মনসিংহ-শেরপুর সীমান্তে জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি বৃদ্ধিকল্পে প্রেস ব্রিফিং
Leave a Reply