
এ.এস আব্দুস সামাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, জনগণ একটি স্থিতিশীল সরকার চায়।
এইজন্য সবার আগে আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই এবং সেই সংসদের মাধ্যমে জুলাই আগস্টের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো। আগামী সংসদের মাধ্যমে আমরা শহীদদের স্বপ্ন এবং জুলাই ঘোষণাকে বাস্তবায়ন করবো।’
তিনি বলেন, ‘আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে।’
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে ঝিনাইদহের শৈ|ল|কু|পার শেখপাড়া বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শৈ|ল|কু|পা উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু।
জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য কেউ কেউ গণভোটের নামে জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।
আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, সর্বাঙ্গে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে কোনো গণভোট হোক বা কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না।’
তিনি বলেন, ‘আমরা শৈ|ল|কু|পার মানুষ স্বাধীনতা যু|দ্ধে অপরিসীম ভূমিকা পালন করেছি। পাকিস্তানি হানা|দার বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে শৈ|ল|কুঽপার মানুষ যুদ্ধ করেছে। এই শৈ|ল|কু|পা ৯০এর আন্দোলনে এরশাদের বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়াই করেছেন।
শেখপাড়া, ইসলামী বিশ্ববিদ্যাল ২০২৪ সালে ৫ই আগস্টের আন্দোলনে অপরিসীম ভূমিকা পালন করেছে। আমি মনে মরি, এই বাংলাদেশের মধ্যে অন্যান্য উপজেলার চেয়ে শৈ|ল|কুপার মানুষ শিক্ষা-সংস্কৃতিতে এগিয়ে, চাকরিতে এগিয়ে এবং রাজনৈতিকভাবে খুলনা বিভাগের মধ্যে সবথেকে এগিয়ে।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই নেতা বলেন, ‘আওয়ামী ফ্যা|সি|বাদের দুঃশাসনের সময় এই শৈ|ল|কু|পায় স|ন্ত্রা|স-খু|ন করা হয়েছে, ঘরবাড়ি লুট করা হয়েছে এমনকি জমির ফসল কেটে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা কারো প্রতি প্রতিশোধ পরায়ণ হতে চাইনা। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের রাজনীতি করে যাবো। আমি আজ ঘোষণা দিতে চাই, এই শৈ|ল|কু|পায় কোনো দ|খল|বাজি চলবে না। কোনো চাঁদাবাজি চলবে না, কোনো টেন্ডার বাজি মা|দকের ব্যবসা চলবে না।’
জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘আমরা ৭১ এ শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন করেছি, ৯০ এ খালেদা জিয়ার নেতৃত্বে এবং ২৪ এ তারেক রহমানের নেতৃত্বে বিজয় অর্জন করেছি।
২৬ এ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে বিজয় উদযাপন করবো।’
আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সহসাংগঠনিক সম্পাদক তোজাম্মেল হক তোজাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় গেইট ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির উদ্যেগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
Leave a Reply