তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরীর পরিবর্তনের দাবি উঠেছে দলের স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ চৌরাস্তায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানান উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরল আমিন, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম কিবরিয়া মাকসিম।
মনোনয়ন বঞ্চিতদের মধ্যে উপস্থিত ছিলেন , জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক তারা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস খান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান, এবং সাবেক ছাত্রনেতা দুলাল চৌধুরী প্রমুখ।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তারা অভিযোগ করেন, বিএনপির দুঃসময়ে মাঠে থেকে সংগ্রাম করা ত্যাগী নেতাদের উপেক্ষা করে একজন অনুপস্থিত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী গত ১৭ বছর এলাকায় ছিলেন না, নেতা-কর্মীদের সঙ্গেও কোনো যোগাযোগ রাখেননি।
তারা আরও বলেন, এই আসনে ত্যাগী ও মাঠের নেতাকে মনোনয়ন দিলে বিএনপি নিশ্চিতভাবে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবে।
আলোচনা শেষে ‘মনোনয়ন পরিবর্তন চা , ত্যাগী নেতার জয় হোক’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে তারাগঞ্জ চৌরাস্তা এলাকা
আরও পড়ুনঃ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ঐক্য অপরিহার্য: শফিউল আলম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.