
বিশেষ সংবাদদাতাঃ
শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড — হালিশহর মডেল স্কুলে অভিভাবক সমাবেশে প্রার্থীর আহ্বান, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শফিউল আলম।
তিনি বলেন, “শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড। তাঁদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি একটি সভ্য সমাজের অন্যতম শর্ত। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আলোকিত মানুষ গড়া — পরীক্ষার ফল নয়, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার বিকাশই শিক্ষার সাফল্য।”
শুক্রবার সকালে হালিশহর নিউমুরিং আলীমাঝির পাড়ায় অবস্থিত হালিশহর মডেল স্কুলে আয়োজিত এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনাব শফিউল আলম আরও বলেন, “বর্তমান সমাজে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিবেশ গড়ে উঠুক যেখানে জ্ঞান, শৃঙ্খলা ও মানবিকতা একসাথে বিকশিত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা, ৩৯নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ শাহেদ।
তিনি বলেন, “একটি জাতি তার শিক্ষাব্যবস্থার ওপর দাঁড়িয়ে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে শ্রদ্ধা, বিশ্বাস ও দায়িত্ববোধ যত দৃঢ় হবে, ততই জাতি এগিয়ে যাবে। শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে নতুন প্রজন্মকে নৈতিকভাবে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন স্কুলের শিক্ষকবৃন্দ, সাবেক ছাত্রনেতা মোঃ লিটন, অভিভাবক প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; নৈতিক ও আদর্শিক শিক্ষায় জোর দিতে হবে।
সমাবেশে উপস্থিত অভিভাবকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং শিক্ষার্থীদের চরিত্র গঠনে স্কুল প্রশাসনের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন।
বক্তারা সবাই মিলে অঙ্গীকার করেন — “শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে প্রতিটি ঘরে, প্রতিটি শিশুর মনে। সমাজে আলোকিত মানুষ গড়ার লড়াই কখনো থেমে থাকতে পারে না।
আরও পড়ুনঃ নাগরপুরে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
Leave a Reply