নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে সমর্থন জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে উপজেলা যুবদল।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিলের নেতৃত্বে গত মঙ্গলবার বিকেলে উপজেলার প্রসাদপুর এলাকায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এদিন, উপজেলা যুবদলের নেতাকর্মীরা প্রসাদপুর গোলচত্তরে সমবেত হয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সামনে তাদের সমর্থন ঘোষণা করেন। পরে, তারা একটি আনন্দ মিছিল নিয়ে ডা. টিপুর চেম্বারে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবাইদুল হক, সদস্য মিজানুর রহমান নান্টু, শফিকুল ইসলাম, আফতাব উদ্দিন মৃধা, মমতাজ, মান্দা সদর ইউপি যুবদলের সভাপতি এরশাদ আলী, প্রসাদপুর ইউপি যুবদলের সভাপতি সাব্বির হোসেন, কুসুম্বা ইউপি যুবদলের সভাপতি মোর্শেদ আলী কারেনট, ভারশোঁ ইউপি যুবদলের সভাপতি আব্দুল আলিম, কালিকাপুর ইউপি যুবদলের সভাপতি সুলতান আহম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়ের পর, তারা একত্রিত হয়ে ধানের শীষের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই সমর্থন ও ঐক্য যুবদলের নেতা-কর্মীদের মধ্যে নতুন এক উদ্দীপনা সৃষ্টি করেছে, এবং তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তারা একত্রিতভাবে কাজ করবেন।
আরও খবর: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী দেলাওয়ার হোসেনের উঠান বৈঠক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.