তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের একটি গ্রামীণ কাঁচা সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। শুষ্ক মৌসুমে ধুলোবালিতে এবং বর্ষা মৌসুমে কাঁদায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও হয়ে পড়ে দুঃসাধ্য।
মরিচপুরান চৌরাস্তা বাজার থেকে ভোগাইপাড় হিন্দুপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি এলাকাবাসীর অন্যতম প্রধান যোগাযোগপথ হলেও, বছরের পর বছর কোনো সংস্কার না হওয়ায় এর বেহাল দশা দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে জমে যায় পানি, সৃষ্টি হয় হাঁটুসমান কাদা। ফলে স্থানীয়দের চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ শতাধিক মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কের দুই পাশে রয়েছে বাজার, জামে মসজিদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠান। শুষ্ক মৌসুমে অল্প কিছু মোটরসাইকেল বা ভ্যান চলাচল করলেও বর্ষাকালে এটি প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
বাসিন্দা স্বপন আহমেদ, রেজাউল করিম, রুবেল, হাফিজুল ইসলাম, আকিকুল ও সুরুজ মিয়াসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন,টি আমাদের একমাত্র চলাচলের রাস্তা। বৃষ্টি হলেই হাঁটা দুঃসাধ্য হয়ে যায়। ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারে না, ধান-চাল বাজারে নিতে পারি না, এমনকি রোগী থাকলেও হাসপাতালে নেওয়া যায় না। সরকার যদি দ্রুত রাস্তাটি পাকা করে দিত, আমাদের অনেক উপকার হতো।
অনার্স পড়ুয়া শিক্ষার্থী জাকির রানা বলেন,রাস্তাটি বেশিরভাগ সময়ই কাঁদা থাকে। কলেজে যেতে প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় মসজিদের ইমাম জানান,বর্ষাকালে কেউ মারা গেলে এই রাস্তা দিয়ে লাশ নিয়ে আসা পর্যন্ত কঠিন হয়ে যায়। এ অবস্থায় সড়কটি দ্রুত সংস্কার ও পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা এলজিইডি কর্মকর্তা গোলাম কিবরিয়া পিয়াল বলেন,উপজেলার অনেক সড়কই এলজিইডির তালিকাভুক্ত রয়েছে। আপাতত কোনো প্রকল্প না থাকলেও, নতুন প্রকল্প হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে এ সড়কের কাজ করা হবে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.