
রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুল জলিল।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গেইন কনসালটেন্ট নিহার কুমার প্রামানিক।এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা রকিবুল হাসান, ইউনিয়ন পরিষদের সদস্য আমেনা নারগিস ও লুৎফা খাতুন প্রমুখ।
সভায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি উন্নয়ন, টেকসই কৃষি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অংশীদারিত্বমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), IFAD, GA-FSP, এবং SACP-RAINS প্রকল্প।
আরও পড়ুনঃ রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক!!!!
Leave a Reply