নরসিংদী প্রতিনিধি: স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিককে বিয়ে করে নতুন স্বামীকে নিয়ে ঢাকায় চলে যায় শিউলি। সেখান থেকে স্বামীর কানাডা যাওয়ার ১৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঢাকা দক্ষিণ খান থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোঃ শফিকুল ইসলাম।
শিউলি নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার সিরাজুল ইসলামের মেয়ে।
জানা গেছে, শিবপুরের আটাশিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ শফিকুল ইসলামের সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করে শিউলি। তারা ঢাকায় দক্ষিণখান থানার আজমপুর কাচাবাজার এলাকায় সংসার করতে থাকে। কিন্তু গত ২৩ অক্টোবর ওই বাসা থেকে স্বামীর কানাডা যাওয়ার ১৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় শিউলি।
তাঁর স্বামী জানান, কানাডা যাওয়ার উদ্দেশ্যে আমার বাবার বাড়ির ৮৩ শতাংশ জমি বিক্রি করে ১৫ লক্ষ টাকা ম্যানেজ করেছি। সেই টাকা নিয়ে ২৩ অক্টোবর সকাল ৭ টায় হঠাৎ আমার বিবাহিত স্ত্রী শিউলি পালিয়ে যায়। সাথে বাসা থেকে আরও জিনিস পত্র নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত শিউলির বক্তব্য নিতে সৃষ্টিগড়ে বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। এজন্য বক্তব্য নেয়াও সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ নড়াইলে ৭ লাখ টাকার নকল বীজ ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.