
মোঃ মাসুদ রানা,খানসামা প্রতিনিধিঃ আজ বুধবার, ৫ নভেম্বর ২০২৫, খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আগামী ৭ নভেম্বর ২০২৫ পালিত “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” সফলভাবে উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি সভার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঘোষিত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। এছাড়াও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ, এবং উপজেলা বিএনপির সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেবাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার পালিত “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস”-এর কর্মসূচি, অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি, এবং জনসাধারণের মধ্যে প্রচারণা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ইতিহাস ও জাতীয় চেতনার প্রচার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইতিহাসের প্রেক্ষাপট:
“জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” ১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক ঘটনাকে স্মরণ করে। ওই দিনে ঢাকায় গণজাগরণ ও সৈনিক নেতৃত্বাধীন বিদ্রোহ সংঘটিত হয়, যা দেশের স্বৈরশাসক তত্ত্বাবধায়ক সরকারের পতনের দিকে পরিচালিত করে। এ ঘটনায় জনগণ ও সেনাবাহিনীর অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংহতি রক্ষার প্রতিশ্রুতি পুনঃস্মরণ করা হয়। রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে বিবেচিত।
সভায় অংশগ্রহণকারীরা একযোগে বক্তব্য রাখেন যে, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দিনটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য সহকারে পালিত হতে হবে।
আরও পড়ুনঃ কাহারোলে ঐতিহাসিক রাস উৎসব শুভ উদ্বোধন
Leave a Reply