
বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অবৈধভাবে গড়ে উঠেছে পানির পাম্প, নিয়ম অনুযায়ী সরকারি অনুমোদন থাকার কথা থাকলেও অধিকাংশ পানির পাম্পের নেই কোন সঠিক কাগজপত্র, এমনকি সরাসরি টিউবলের সাথে পাইপ দিয়ে বোতল যাত করে দীর্ঘদিন যাবৎ বাজার জাতকরন করছেন।
তারা এভাবেই চলছে এদের রমরমা পানির ব্যবসা দিনের বেলায় বিভিন্ন কাজে কর্মের সাথে জড়িত থাকলেও রাতের আঁধারে দিনের পর দিন সম্পূর্ণ অবৈধভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে এক ধরনের অসাধু ব্যবসায়ী ব্যবসা করে যাচ্ছেন, যে সকল পানির পাম্প বিভিন্ন উপজেলায় বেনামে গড়ে উঠেছে তার বেশির ভাগই কেমিক্যাল ব্যবহার করছেন।
যে কেমিক্যাল এর পরিমাণ একটু বেশি হলেই বাচ্চাদের হার্ড ব্লক হতে পারে, এমনকি ছোট বড় সব ধরনের মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তবুও এ ধরনের পানির পাম্প দিনের পর দিন কিভাবে চলছে, তবুও এই পানি বাজার যাতকরণ করছেন কি করে তা অনেকেরই জানা নেই এলাকার সাধারণ মানুষের ধারণা বিভিন্ন দপ্তরকে টাকা দিয়েই এ ধরনের বাণিজ্য করে থাকেন এ সকল অসাধু ব্যবসায়ীরা, যে কারণেই এরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন যে সকল উপজেলায় পানির পাম্প তৈরি করা হয়েছে।
বাগেরহাট রামপালের বিভিন্ন অসাধু ব্যাক্তির ছত্রছায়ায় গড়ে ওঠা এ সকল পানির পাম্পের পানি খেয়ে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন যা অনেকেরই জানা নেই ফ্রেশ পানি মনে করে এ সকল পানি যারা খাচ্ছেন তারা নিজেরাও জানেন না এই পানি খেয়েই তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন।
স্থানীয় জন সাৎারনের দাবী দ্রুত এ সকল অবৈধ পানির পাম্প বন্ধ না করতে পারলে ভবিষ্যতে ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারে বোলে জানিয়েছেন কয়েক জন ভুক্তভুগিরা তাদের দাবী অতিদ্রুত অবৈধ এই পানির ব্যাবসা বন্দ না হলে বড় ধরনের ক্ষতির সম্সুখিন হতে পারে বোলে জানিয়েন এলাকা বাসী, এ বিষয় পানির পাম্পের মালিকের সাথে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন কোন এক সচিবের অনুমতি আছে সে মর্মে তিনি অবৈধ ব্যাবসা চালিয়ে যাচ্ছেন।
এদিকে পানি ব্যাবসায়ী আবুল কালাম আজাদ পিরোজ পুরের বাসিন্দা তিনি দ্বিতীয় স্ত্রী আত্মীয় স্বজন দের ক্ষমতায় এ ব্যাবসা চালিয়ে জান বোলে দাবী স্থানীয়দের, স্থানীয় জন সাধারনের দাবী অতি দ্রুত ক্যামিক্যাল যুক্ত পানির পাম্প বন্ধ না করলে এলাকার নোংরা পানির ব্যাবহারে বড় ধরনের ক্ষতি হতে পারে
আরও পড়ুনঃঝিনাইগাতীতে ২৭১০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ
Leave a Reply