মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :
কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষক কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.রুকুনউজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো.মাসুদুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৭১০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরিষার জন্য ২ হাজার ৫০০ জন, পেঁয়াজের জন্য ৩০ জন,গমের জন্য ১৭০ জন এবং মসুরের জন্য ১০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন,সরকারি এ প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকরা ইতোমধ্যে মাঠ প্রস্তুত করেছেন,আশা করছি এবারের মৌসুমে ভালো ফলন হবে।
কর্মসূচিতে উপস্থিত কৃষকরা বলেন,সরকারের এমন উদ্যোগে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং আগামী মৌসুমে আরও বেশি জমিতে আবাদ করার আশা ব্যক্ত করেন
আরও পড়ুনঃ মনোনয়ন দ্বন্দে যুবদল নেতা নয়ন ও নিতাই চৌধুরীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.