বিশ্বজিৎ চন্দ্র সরকার - জেলা প্রতিনিধি গোপালগঞ্জ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীরা হলেন সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জ-২ আসনে: ড্যাব নেতা কেএম বাবর। গোপালগঞ্জ-৩ আসনে: স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত প্রার্থীরা দ্রুতই স্থানীয় পর্যায়ে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। আরও পড়ুনঃ নড়াইল-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিশ্বাস জাহাঙ্গীর
56
বিশ্বজিৎ চন্দ্র সরকার – জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
গোপালগঞ্জ-২ আসনে: ড্যাব নেতা কেএম বাবর।
গোপালগঞ্জ-৩ আসনে: স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত প্রার্থীরা দ্রুতই স্থানীয় পর্যায়ে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।
Leave a Reply