মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরীঃ আজ সোমবার (০৩ নভেম্বর ২০২৫ইং) দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মালুম্যা বগাইছড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন বালুখেকোকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয় রোবায়েত আহমেদ।।
অভিযানকালে একটি সবুজ রঙের মিতসুবিশি স্কেভেটর নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার সময় জব্দ করা হয়।
এসময় মোঃ কামাল উদ্দিন নামে এক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি স্কেভেটর ব্যবহার করে নদীর প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার মতো স্থানে মাটি কর্তনের বিষয়টি স্বীকার করেন।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং জব্দকৃত স্কেভেটর প্রশাসনের হেফাজতে নেয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ নড়াইলে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন,অপরজনের সাত বছরের কারাদন্ড
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.