এ.এস আব্দুস সামাদ স্টাফ রিপোর্টারঃ তিন বছর অবহেলায় পড়ে থাকা তামালতলা–গাড়াগঞ্জগামী সড়কের ভয়াবহ অংশ নিজস্ব অর্থায়নে সংস্কার, স্বস্তি ফিরেছে চালকদের মনে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের দহকোলা পূর্বপাড়া মোড়ে দীর্ঘদিন ধরে ছিল এক ভয়াবহ মরণফাঁদ। আজ (২রা নভেম্বর) সোমবার তামালতলা থেকে গাড়াগঞ্জগামী এই গুরুত্বপূর্ণ সড়কের দহকোলা পূর্বপাড়া মোড়ে অর্ধেক অংশ ধ্বসে গিয়ে নিচু হয়ে পড়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যে কোনো মুহূর্তে ঘটতে পারত প্রাণঘাতী দুর্ঘটনা। অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অর্থায়নে সেই ভয়াল রাস্তার সংস্কার করে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় তিন থেকে চার বছর ধরে দহকোলা পূর্বপাড়া মোড়ে বেহাল দশা থাকলেও কেউ নজর দেয়নি। যানবাহন চলাচলের সময় এক পাশে রাস্তা ধ্বসে যাওয়ায় ইজিবাইক, ভ্যান, উল্টে খাদে পড়ে দুর্ঘটনা ঘটত।
স্থানীয় এক গৃহবধূ নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন— ইজিবাইক, ভ্যান, উল্টে খাদে পড়ে “এতদিন কেউ খোঁজ নেয়নি। এখন জামায়াতে ইসলামী রাস্তা মেরামত করছে। আমরা খুশি, কারণ রাস্তাটা ঠিক হলে আমাদেরই সুবিধা।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিগনগর ইউনিয়ন শাখার আমির মোঃ সাবদার হোসেন মাস্টার বলেন, “আমরা সমাজের দুর্ভোগ কমাতে কাজ করছি। রাস্তাটির একপাশ ধ্বসার ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল, তাই দলীয়ভাবে সামাজিক উদ্যোগে এই কাজ সম্পন্ন করলাম। এটি কোনো নির্বাচনী প্রচারণা নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই করা হচ্ছে।”
তিনি আরও জানান, “আমাদের দলের কর্মীরা সমাজের বিভিন্ন সমস্যায় পাশে থাকে। কেউ অসুস্থ হলে সাহায্য করি, কেউ বিপদে পড়লে ছুটে যাই। এমন দুর্ঘটনাপ্রবণ সড়ক যেখানে আছে, ইনশাআল্লাহ সেখানেও কাজ করব।”
স্থানীয় ইজিবাইক চালকরা বলেন, রাস্তাটি সংস্কার হওয়ার পর চলাচল অনেক সহজ হয়েছে। দুর্ঘটনার ভয় কমে গেছে, অবহেলা আর দুর্ঘটনার গল্প পেছনে ফেলে এখন দহকোলা মোড়ে জেগে উঠেছে স্বস্তি— এ যেন এক নিঃশব্দ সামাজিক বিপ্লব, জনগণের হৃদয় জিতে নিচ্ছে জামায়াতে ইসলামী।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে এমপি মনোনয়ন পেলেন দিপু আজাদ মান্নান ও মাসুদ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.