মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:সরিষাবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ মোর এলাকায় অনুমোদন ছাড়াই সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগে স্থানীয় বাসিন্দা লক্ষী চান চৌধুরীর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। রোববার (২ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দেন এবং অনুমতি ছাড়াই কাজ কাজ শুরু এবং ভাড়া দেয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযোগ রয়েছে, লক্ষী চান চৌধুরী ও তার স্ত্রী ড়েলিয়া চৌধুরী, ছেলে বিজয় চৌধুরী ,সঞ্জয় , হৃদয় চৌধুরী ও রাজীব সহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পৌরসভার অনুমোদন ছাড়াই সরকারি ভূমিতে ভবন নির্মাণ ও সংযোজনের কাজ চালিয়ে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় জনগণ, সাংবাদিক ইসমাইল হোসেন সহ পেশাদার সাংবাদিকগণ ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবির তালুকদার শাহিন , যুবদল নেতা দুলাল মিয়া, স্থানীয় এলাকাবাসী নজরুল ইসলাম এর প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
এ লক্ষ্যে সরিষাবাড়ি থানা পুলিশের সহযোগিতায়, পৌর প্রশাসন এর পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন—“আইনের শাসন প্রতিষ্ঠায় এটি প্রশংসনীয় উদ্যোগ, যা ভবিষ্যতে অবৈধ নির্মাণ রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।”
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে মসজিদে নেশাগ্রস্তদের হামলা ও ভাংচুর: ইমামসহ মুসল্লি আহত,থানায় অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.