এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ-০১ (শৈলকুপা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবু জয়ন্ত কুমার কুন্ডুর সমর্থনে বৃহস্পতিবার (২ নভেম্বর) এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
কবিরপুর খাদ্যগুদাম থেকে শুরু হয়ে গণ মিছিলটি শহরের প্রধান সড়ক—শৈলকুপা মেইন ফটক, হাজী মার্কেটসহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে পুনরায় খাদ্যগুদাম সংলগ্ন স্থানে শেষ হয়।
দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজানো এ শোভাযাত্রায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারীরা বিএনপির ‘ধানের শীষে ভোট দিন’ শ্লোগান দেন এবং দলীয় প্রতীকের পক্ষে গণসমর্থন আহ্বান জানান।
গণমিছিল মূল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও বাস্তবায়নের আহ্বান জানান। স্থানীয় নেতাদের বক্তব্যে বলা হয়, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বাবু জয়ন্ত কুমার কুন্ডু শৈলকুপা ও ঝিনাইদহের মানুষের প্রিয় মুখ; তাঁর নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।”
শৈলকুপায় বাবু জয়ন্ত কুমার কুন্ডুর সমর্থনে আয়োজিত এ গণমিছিল এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। গণমিছিল চলাকালে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ দাঁড়িয়ে হাত নেড়ে সমর্থন জানায়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে এবং বাবু জয়ন্ত কুমার কুন্ডুর অনুমতিতে আয়োজিত এ কর্মসূচি ঝিনাইদহ-০১ আসনে বিএনপির নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুনঃ সরিষাবাড়ীতে অনুমোদন ছাড়া ভবন নির্মাণে প্রশাসনের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা আদায়
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.