নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরিচাকান্দি গ্রামের আমজাদ হোসেন ও একই এলাকার বেলাল হোসেন ঘং পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি আমজাদ হোসেন স্থানীয় বাদশা মিয়ার কাছ থেকে একটি জমি ক্রয় করেন। পরে বিক্রেতা বাদশা মিয়ার উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে মাফ জরিপ সম্পন্ন করেন তিনি।
জরিপকালে প্রতিবেশী বেলাল হোসেনকে না ডাকা হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি বাড়ি থেকে বটি দা হাতে নিয়ে ঘটনাস্থলে এসে আমজাদের ভাতিজা রাশেদ মিয়ার ওপর হামলা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে রাশেদ মিয়া গুরুতর আহত হন।
আহতের চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হামলাকারী বেলাল হোসেনকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।
এ ঘটনায় আহত রাশেদের ফুপা আমজাদ হোসেন বাদী হয়ে বেলাল হোসেন ঘংসহ ৫ জনের নাম উল্লেখ করে রাজিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুনঃ চিরিরবন্দরে ৫৪ তম জাতীয় সমবায় দিবসে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.